এবাদত হোসেন চঞ্চল ভ্রাম্যমাণ প্রতিনিধি (নিলফামারী)
- শনিবার ৭ মে, ২০২২ / ৫৯ জন দেখেছেন
নীলফামারীর ডোমারে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ আ” লীগ ডোমার উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক স্মরণে সুবিধা বঞ্চিত হত দরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন লুৎফল হক ফাউন্ডেশনের সদস্য বৃন্দগন।
রোববার ১লা মে সকাল ১১ টায় ডোমার মহিলা ডিগ্রি কলেজ হলরুমে বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের সভাপতি আনজারুল হকের সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।
বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, ডোমার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আল-আমীন রহমান, লুৎফল হক ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আনিসুল হক গোল্ডেন, ডোমার সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান সোহাগ, আনোয়ারা বেগম, নুরুন্নাহার বেগম প্রমুখ।
আমরিন নাহার হক গোধূলির সঞ্চালনায় পৌর এলাকা সহ বিভিন্ন ইউনিয়নের ১শত ৫০ জন সুবিধা বঞ্চিত হত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী সহ নগদ অর্থ বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল, চাল, আটা, সেমাই, চিনি,দুধ, সাবানসহ নগদ ২শত করে টাকা প্রদান করা হয়েছে।
এসময় প্রয়াত লুৎফল হকের পরিবারের পক্ষ থেকে তার ছেলে আনজারুল হক অত্র পৌর এলাকার একটি রাস্তায় বীর মুক্তিযোদ্ধা লুৎফল হকের নামে নামকরণের প্রস্তাব তুলে ধরেন।
Related