রবিবার, ২৬ Jun ২০২২, ০৫:৩৬ পূর্বাহ্ন
ফরিদপুরের মধুখালীতে বাগাট বালিকা উচ্চবিদ্যালয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সহ-সভাপতি ও ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম ঈদ পরবর্তী বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছে। শনিবার সকাল ১১ ঘটিকায় বাগাট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি পংকজ সরকার সুরাজ। এ সময় উপস্থিত ছিলেন, বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান খাঁন,উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইউসুফ আলী মোল্লা, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির ধর্মবিষয়ক সম্পাদক আকরামুল করিম।হারুন-অর-রশিদ দুলাল, সদস্য মধুখালী উপজেলা আওয়ামী লীগ। বোয়ালমারী উপজেলা কৃষকলীগের সভাপতি আকরামুজ্জামান। বাগাট বালিকা উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালক মির্জা জাকির হোসেন, মির্জা নাসিমা জাকির প্রতিষ্ঠাতা পরিচালক, মির্জা মোশারফ হোসেন,বিদ্যালয়ের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রমুখ।