ইমন মাহমুদ লিটন ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
- শনিবার ৭ মে, ২০২২ / ৭৪ জন দেখেছেন
ভৈরবে ভবানীপুর স্বামীর বাড়ী থেকে বিয়ের পাঁচ মাস না যেতেই নব বধূর লাশ উদ্ধার, শ্বাস রোধ করে হত্যার দাবী পরিবারের, জিজ্ঞাসাবাদর জন্য স্বামী শশুরকে আটক করেছে পুলিশ।
কিশারগঞ্জের ভৈরবে ভবানীপুর শশুর বাড়ী থেকে সোনিয়া(১৯) নামের এক নববধূর লাশ উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশ। সোনিয়ার স্বজন ও পরিবারের আহাজারীতে ভাড়ী হয় উঠে ওই এলাকার বাতাস। পুলিশ সূরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাকে শ্বাস রোধ করে পরিকল্পিত ভাবে হত্যার দাবী পিতা মাতা সহ স্বজনদের গলায় দুই পাশ রক্তাক্ত চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভবানীপুর এলাকার আবুবকর ছিদ্দিক ছেলে মোঃ শাহিন মিয়ার সঙ্গে গত ৫পাঁচ মাস আগে জাফরনগর এলাকার ফারুক মিয়ার মেয়ে সোনিয়া বেগমের পারিবারিকভাবে বিয়ে হয় শুত্রুবার (৬মে) মধ্যে রাঁতে আমরা জানতে পারি সোনিয়ার মৃত্যু দেহ ওয়াস রুমের সামনে পরে আছে।
নিহত সোনিয়ার মা শাহানা বেগম জানান,
বিয়ের দুমাস না যেতে যৌতুকের টাকার জন্য নির্যাতন করে আসছে শাহিন ও তার পরিবার। গতকাল মধ্যরাঁতে এলাকার লোকজনের মাধ্যমে খবর পাই সোনিয়া মারা গেছে।
সোনিয়ার বাবা ফারুক মিয়া জানান বিয়ের পর থেকে শাহিন বিদেশ যাবে বলে যৌতুক দাবি করেন তখন দের লক্ষ টাকা দেয়, এতে আরো টাকা দাবী করেন না দেওয়ায় তাদের মধ্যে সংসারে বিরোধ ছিল আমার মেয়ে কে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
ভৈরব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আঃ জব্বার জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘটনে ময়না তদন্তের জন্য লাশ কিশারগঞ্জের সদর জেনারল হাসপাতাল পাঠানা হয়েছে। এই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য। স্বানী শাহিন ও শশুর আবুবক্কর কে আটক করেছে পুলিশ।
Related