শুক্রবার, ২৭ মে ২০২২, ০৮:০৩ পূর্বাহ্ন
আটককৃত আসামীরা হলেন, চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন বাড়িপাড়া রসুন চৌধুরীর বাড়ির মৃত আব্দুস সালামের ছেলে মোঃ ইসহাক (৪০), কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন মোচাগড়া (মুছাগাড়া) এলাকার মৃত মোকতার মিয়ার ছেলে মোঃ সাগর (২৭), ভোলা জেলার মনপুরা থানাধীন দক্ষিন সাগুসিয়া (নসু মাঝির বাড়ি) এলাকার মৃত নেজামুল হকের ছেলে মোঃ নসু মাঝি (৬০), চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন বৈলতলী (সালেহ আহম্মদের পাশের বাড়ি) এলাকার জাফর আহম্মেদের ছেলে রাহাত উদ্দিন(২১) ও কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন দামগড় (সাহাব উদ্দিন সরকারের বাড়ি) এলাকার মোঃ সুরুজ মিয়ার ছেলে মোঃ শহিদ (৪০) এবং কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন কুড়াখাল এলাকার সুরুজ মিয়ার ছেলে খাইরুল (৩০) (বাক প্রতিবন্ধি)। মিলের ম্যানেজার পলাতক আসামী মোঃ ইসকান্দার (৩০) চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন নলন্দা, কোলাগাঁও ইউপি এলাকার বাসিন্দা।
র্যাব-৭, এর উপ পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন খাতুনগঞ্জ বাজারস্থ ৫ নং হামিদউল্লাহ মিয়া বাজারের ভিতর চৌধুরী বিল্ডিং এর নিচ তলায় আরিফের হলুদ, মরিচ ও ধনিয়া ভাঙ্গানো মিলের ভিতর অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়। এসময় ভেজাল খাদ্যদ্রব্য হলুদ,মরিচ ও ধনিয়ার গুড়া তৈরীর উপকরন লাল রংয়ের ক্যামিকেল ৮৫০(আটশত পঞ্চাশ) গ্রাম, হলুদ রংয়ের ক্যামিকেল ৩৫০(তিনশত পঞ্চাশ) গ্রাম, খয়েরী রংয়ের ক্যামিকেল ২০(বিশ) গ্রাম, কয়লা ৮০০(আটশত) গ্রাম, মেশিনের টবের ভিতর ও মেশিনের নীচে ছিল ভেজাল মসলা তৈরী অবস্থায় ধানের কুড়া ও গোটা হলুদ মিশ্রিত প্লাষ্টিকের ৭টি (সাত) বস্তায় রক্ষিত সর্বমোট ২৮৬(দুইশত ছিয়াশি) কেজি, (ররর) ৭ টি প্লাষ্টিকের বস্তায় রক্ষিত ৩৩৩ কেজি ভেজাল হলুদের গুড়া, ৪(চার) টি প্লাষ্টিকের বস্তায় রক্ষিত ১৫৭ কেজি ভেজাল মরিচের গুড়া, ২ টি প্লাষ্টিকের বস্তায় রক্ষিত ৮০(আশি) কেজি ভেজাল ধনিয়ার গুড়া জব্ধ করা হয়।
তিনি আরও জানান, আসামীদের জিজ্ঞাসাবাদ করলে আসামীরা জানায় এইস্থানীয় ব্যক্তিরা আরো জানায় এই মিলে দীর্ঘদিন থেকে ভেজাল হলুদ,মরিচ ও ধনিয়ার গুড়া তৈরী করে ভোক্তাদের মাঝে বিক্রি করে আসছিল। ভেজাল হলুদ,মরিচ ও ধনিয়া তৈরীর কারখানা সন্ধান ও জড়িত আসামীদের গ্রেফতার করায় স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং র্যাবের কার্যক্রম প্রশংশিত হয়েছে। জনগন এই ধরনের জন কল্যানমুলক আরো অভিযান করার আহব্বান জানান। জড়িত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় এজাহার দায়েরের প্রক্রিয়া অব্যাহত আছে।
বিএস/কেসিবি/সিটিজি/৯ঃ১৪পিএম