শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি
- রবিবার ৮ মে, ২০২২ / ১৪৩ জন দেখেছেন
নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বহুমূখী প্রতিভার অধিকারী। আমাদের জীবন মানের পরিবর্তন করতে হলে রবীন্দ্রনাথকে হৃদয়ে ধারণ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রবীন্দ্রনাথকে হৃদয়ে ধারণ করেছিলেন বলেই তিনি সকল আন্দোলন-সংগ্রামে সফল হয়ে ছিলেন। রবীন্দ্রনাথের সৃষ্টি আমাদের উন্নয়নের পথ দেখিয়েছেন। রোববার দুপুরে শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত কবিগুরুর স্মৃতি বিজড়িত শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ি অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। পরে তিনি স্বাগত বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামীম খান এবং সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি চয়ন ইসলাম। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা প্রমূখ।
প্রধান অতিথি খালিদ মাহ্মুদ চৌধুরী আরও বলেন, রবীন্দ্রনাথকে হৃদয়ে ধারণ করতে পারলে অনেক আগেই আমরা বিশ্বদরবারে উন্নত জাতি হিসেবে পরিচিত হতে পারতাম। কিন্তু সামরিক জান্তা ও তার দোসররা পাকিস্তানি কায়দায় বার বার রবীন্দ্র চর্চাকে নিষিদ্ধ করে তা বাঁধাগ্রস্থ করেছে। রবীন্দ্রনাথ যেমন সারাজীবন মানুষকে ভালোবেসে তাদের জয়গান গেয়েছেন, তেমনি জাতির পিতা বঙ্গবন্ধু রবীন্দ্রনাথকে হৃদয়ে ধারণ করে মানুষকে ভালোবেসে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শাহজাদপুর উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের শিল্পীবৃন্দ। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, শাহজাদপুর ও উল্লাপাড়া শিল্পকলা একাডেমী এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিল্পীবৃন্দ। এদিকে রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে স্থানীয় সরকারি কলেজ মাঠে ৩ দিনব্যাপী রবীন্দ্র মেলার আয়োজন করা হয়েছে####