শনিবার, ২১ মে ২০২২, ০২:৪০ পূর্বাহ্ন
বিশ্বজনের কল্যাণে আজ ঘরের দুয়ার খুলো- গো। এই শ্লোগানকে সামনে রেখে রংপুর টাউন হলস্থ রংপুর সাহিত্য – সাংস্কৃতিক পরিষদের আয়োজনে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিন অনুষ্ঠান পালিত হয়। সংগঠনের সভাপতি শাত্তিক শাহ আল মারুফের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম ( অবঃ) ও ডাঃ মফিজুল ইসলাম মান্টু। অনুষ্ঠানের শুরুতেই রাবীন্দ্র সংগীত পরিবেশন করেন ডাঃ মফিজুল ইসলাম মান্টু ও নাহিদ রীভা, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে স্বরচিত পাঠ করেন কবি এ এস এম হাবিবুর রহমান, সুনিল সরকার, শ ম আমজাদ হোসেন, তাজুল ইসলাম, আব্দুল কুদ্দুস, সাংবাদিক শাহ্ আলম, হেলেন আরা সিডনী,নাহিদ রীভা,মাহাবুবুন্নাহার বীনা,জেসমিন আরা,ইতি রাণী,ধ্রুব রায়,পুস্পজিত রায়, রতন কুমার সরকার,মাসুম হাসান,হাসনা হেনা বেগম,মেজবাউর রহমান, ও শামসুন্নাহার। গান গেয়ে শুনান তৃপ্তি দত্ত। অনুষ্ঠান পরিচালনা করেন মামুন উর রশিদ।