বুধবার, ১৮ মে ২০২২, ০৬:২২ পূর্বাহ্ন
কমল চক্রবর্তীঃ সিনিয়র স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখস্থ শেখ রাসেল চত্বরে করােনাভাইরাস এর নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ এর সংক্রমণ সম্পর্কিত সচেতনতামূলক কার্যক্রম ও মাস্ক বিতরণ-এর উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার সকাল ১১:০০ টায় ওমিক্রন’ এর সংক্রমণ বিষয়ে সচেতনতামূলক ও মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মিজানুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন)চট্টগ্রাম।
মাস্ক বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জানান “দেশে প্রায় ৩১ কোটি টিকা এসেছে এবং বর্তমানে প্রায় ৯ কোটি টিকার মজুদ রয়েছে”
অনুষ্ঠান উপস্থিত চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, “আপনার নিকটস্থ কোনো টিকা কেন্দ্রে শুধু এনআইডি কার্ড এবং মোবাইল নিয়ে গেলেই টিকা নেওয়া সম্ভব। পূর্বে কোনো রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবে না এবং সবাইকে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করে ঘরের বাহিরে বের হতে বলেন”
এ ছাড়াও উক্ত উদ্বোধন অনুষ্ঠান শেষে মন্ত্রী দু:স্থ, অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। ৪ টি ধাপে ৪০০ কম্বল বিতরণ করা হয়েছে।
বিএস/কেসিবি/সিটিজি/২ঃ২৬পিএম