চৌহালী প্রতিনিধি
- সোমবার ৯ মে, ২০২২ / ৪১ জন দেখেছেন
সিরাজগঞ্জের এনায়েতপুরে আজগড়ায় বেরিবাধে দ্রুতগামী বালুর ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে। নিহত তারেক হোসেন (২৩)এনায়েতপুর থানার মহেশপুর চরের রফিকুল ইসলামের ছেলে। সে বেতিল বাজারে কম্পিউটার দিয়ে গান লোডের কাজ করতো।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে মান্নান ফকিরের বালুর ব্যবসার একটি বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেল সংঘর্ষ হয়ে গুরুতর এক্সিডেন্ট করে, এতে মোটরসাইকেল আরোহী তারেক হোসেন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তারেকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে প্রস্তুতি চলছে।
Related