শ্রমিক নেতা সরদার মোঃ আমজাদ হোসেন ভুইঁয়া তার সোমবার ৮ এপ্রিল
মৃত্যুর ৪০ দিন পূর্ণ হলো। সবাই মরহুম এর জন্য দোয়া করবেন। আল্লাহ সর্বশ্রেষ্ঠ মহান মালিক যেনো তাকে জান্নাতবাসি করেন। (আমিন)
বরপা গ্রাম থেকে একে একে ময়মুরুব্বি চলে যাচ্ছে আর সমাজ ব্যবস্থাও বদলে যাচ্ছে
ক্রিমিনালরা রাজার হালতে বসবাস করতে চাচ্ছে। সমাজ কে ঠিক রাখার জন্য একটি বুদ্ধিমান যোগ্যতা সম্পূর্ণ মুগুরই যথেষ্ট।
রাজনীতি করেছেন নিস্বার্থে;
এলাকার কিছু ক্রিমিনাল আর ইবলিশদের হিংসার শিকার ছিলেন তিনি। তাই সম্মান পদবির চেয়ার পাননি
সবসময়ই হতাশায় ভোগতেন আওয়ামী’লীগ তাকে সম্মানের চেয়ার উপহার দিবে তার পাওয়ার যোগ্যতা ছিলো তাকে অবহেলায় আড়াল করে রেখে ছিলো সমাজের কিছু ক্রিমিনাল নির্বোধ সুবিধাবাদী মানুষ।
মন্ত্রী গাজী পরিবারের ভক্ত ছিলেন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ্য ধরে রেখেছেন। আওয়ামী’লীগ প্রেমী ছিলেন।
অর্থ সম্পদের মালিক না থাকায় রাজনীতিতে
ভাইরাল হতে পারেনি,চেয়ার দখল করতে পারেনি
নিজ এলাকাতে তাকে নেতাদের উচু সম্মানে আসতে দেইনি সমাজের কিছু কালফিটরা
তিনি ছিলেন সরল সোজা মানুষ।
শ্রমিক নেতা সরদার আমজাদ হোসেন ভূঁইয়া
নিজ এলাকাতে কিছু করতে চেয়েছিলেন। এলাকাবাসীদের মঙ্গল কামনায় সবসময়ই পাশে থেকেছেন। তবে এলাকার বিত্তবান আর প্রভাবশালীদের চাইতে তার সম্মান ছিলো অনেক বেশি। টাকার ক্ষমতা ছিলো না সততার ক্ষমতা ছিলো। আল্লাহ তাকে পছন্দ করেছেন বিদায় দুনিয়ার নোংরা সমাজ ব্যবস্থা থেকে নিয়ে গিয়েছেন তাহার নিজ হেফাজতে
(আল্লাহু আকবার)
এই দল ত্যাগী জনবান্ধব মানুষটির জন্য সবাই দোয়া করবেন।
এই আলা বোলা মানুষটির নাম সকল শ্রেণীর মানুষদের মনে অন্তরে গেঁথে রয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন। তার আশে পাশে সারে তিন হাত চিরস্থায়ী জায়গা সবার জন্য নির্ধারিত করা আছে সবাই কে আসতে হবে। এখানে ধনী গরীব ভেদাভেদ নেই
সবাই সমান জমি পাবে জমি হবে কবর।