কাউসার হামিদ সিকদার পিনু বিশেষ প্রতিনিধি (ফেনী)
- সোমবার ৯ মে, ২০২২ / ৮১ জন দেখেছেন
দাগনভূঞা উপজেলার ৫ নং ইয়াকুব পুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশন আয়োজিত কোরআন তেলোয়াত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণ শনিবার বিকেলে দুধমুখা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন। ফাউন্ডেশনের আহ্বায়ক মাষ্টার কামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইয়াকুব পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল।
সংগঠক আবদুল্লাহ আল মারুফ ও ইয়াকুব রকির সঞ্চালনায় এতে
বক্তব্য রাখেন দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দীন, ফাউন্ডেশনের সভাপতি কবির রাজ্জাক, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রাসেল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন মোল্লা, সমাজসেবক বেলায়েত হোসেন দুলু, শিক্ষানুরাগী ইয়াসিন হিরন ভূঁইয়া প্রমুখ। বিচারকের দায়িত্ব পালন করেন মুফতি নুরুল হুদা, হাফেজ মাওলানা মোঃ রহিম উল্যাহ, হাফেজ শাহাদাত হোসেন আনসারী।
ক ও খ গ্রুপের বিজয়ীদের হাতে ১০ হাজার, ৫ হাজার ও ৩ হাজার টাকার প্রাইজ বন্ড তুলে দেয়া হয়। অংশগ্রহণকারী সকলকে শিক্ষা সামগ্রী ও পুরস্কার বিতরন করা হয়। এছাড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সফি উদ্দিন সবুজের পক্ষ থেকে ক,খ গ্রুপের ১ম স্থান অর্জনকারীদের কে তিন হাজার টাকা পুরস্কার দেয়া হয়।
Related