মাসুদ রানা সরিষাবাড়ী জামালপুর প্রতিনিধি
- মঙ্গলবার ১০ মে, ২০২২ / ৫৮ জন দেখেছেন
জামালপুরের সরিষাবাড়ীতে ধলেশ্বরী ট্রেনের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটেছে উপজেলার সাতপোয়া এলাকার স্বপ্ননীল পার্ক সংলগ্ন জামতলা রেলক্রসিংয়ে।
স্থানীয়সূত্রে জানা যায়, ৯ই মে (সোমবার) বিকেলে সরিষাবাড়ী স্টেশন থেকে ধলেশ্বরী ট্রেনটি তারাকান্দি যাচ্ছিল। এদিকে সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিস এর দুই কর্মচারী মোটর সাইকেল করে ডোয়াইল ইউনিয়নে মিটার রিডিং সংগ্রহ করতে যাচ্ছিল। ট্রেনটি জামতলা রেলক্রসিং এ আসলে দুই আরোহীসহ ঐ মোটর সাইকেল এর ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয় লোকজন তাদের হাসপাতালে নিয়ে আসলে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নুসরাত জাহান সন্ধি তাদের মৃত ঘোষণা করে।
নিহতরা হলেন, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল বিলপাড়া এলাকার মুজিবর রহমানের ছেলে সুলতান মাহমুদ (৩০)।
অপরজন হলেন সিরাজগঞ্জ জেলার শাহবাজপুর উপজেলার মোনাকষা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আলী হাসান (৩৫)।
সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস আই মুজিবল হক জানান, ট্রেনের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যুর খবরটি শুনে ঘটনাস্থল পরিদর্শন করি। তাদের হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মৃত্যু হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
Related