সাখাওয়াত হোসেন সাকা, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
- বুধবার ১১ মে, ২০২২ / ৮২ জন দেখেছেন
লক্ষ্মীপুরের রামগঞ্জের ৮নং করপাড়া ইউনিয়নভুক্ত পূর্ব করপাড়া আদর্শ ক্লাব কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২২ ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহওয়ার কারণে খেলাটি টসের মাধ্যমে সমাপ্তি ঘটে।
সোমবার (৯ মে) বিকেল সাড়ে ৫টায় পূর্ব করপাড়াস্থ নূরে আল মদিনা এবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্য্যনির্বাহী কমিটির সদস্য রেজাউল কবির (সেলিম)’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. সফিক মাহমুদ পিন্টু।
উক্ত অনুষ্ঠানের প্রধান পরিচালক ইকবাল হোসেন জসিমের সার্বিক তত্ত্বাবধানে এবং রামগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সহেল চৌকিয়ার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী খোয়াজ, উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক ডাঃ মাঈন উদ্দিন মানিক, দরবেশপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইমন হোসেন, ৮নং করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহেদুল ইসলাম জাহিদ মির্জা, চাটখিল উপজেলার ১নং শাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ খোকন, দরবেশপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ আনোয়ার হোসেন, করপাড়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য জীবন চক্রবর্তী, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন, শ্যামপুর ওয়ার্ডের ইউপি সদস্য, পূর্ব করপাড়া আদর্শ ক্লাবের সদস্যবৃন্দ, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Related