রায়পুর(লক্ষ্মীপুর)প্রতিনিধি
- বুধবার ১১ মে, ২০২২ / ৮৯ জন দেখেছেন
লক্ষ্মীপুরের রায়পুরে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণ করে ভাড়া বাসায় রেখে ধর্ষণের অভিযোগে মোঃ রাব্বি (২৩) ও মোঃ হৃদয় (২২) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ মে) দুপুর ১টার দিকে র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ খন্দকার শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় ওই কিশোরীর মামা জাহিদ হাসান বাদি হয়ে রায়পুর থানায় মামলা করেছেন।
এরআগে সোমবার (৯ মে) দিবাগত রাত ৩টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার হাসপাতাল রোডের একটি ভাড়া বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার ও দুই যুবককে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার রাব্বি উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা গ্রামের কামাল হোসেনের ছেলে। তাঁর সহযোগী হৃদয় সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আবদুল মতিনের ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ৮ মে সন্ধ্যায় স্কুলছাত্রী পূর্ব চরপাতা গ্রামে খালার বাড়ির পেছনে টিউবওয়েল থেকে পানি আনতে যায়। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে রাব্বি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে। এতে রাব্বিকে হৃদয় সহযোগিতা করে। পরে ছাত্রীকে লক্ষ্মীপুর পৌরসভার হাসপাতাল রোড এলাকার ভাড়া বাসায় (পান্ত নিবাসের নিচতলা) এনে রাখে। সবার কাছে রাব্বি তাকে তার স্ত্রী পরিচয় দেয়। দুইদিন বাসায় আটকে রেখে জোরপূর্বক রাব্বি তাকে একাধিকবার ধর্ষণ করে। সোমবার (৯ মে) সন্ধ্যা ৭টার দিকে ছাত্রীর মামা র্যাব-১১ এর নোয়াখালী কার্যালয়ে অভিযোগ করে। তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিমকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তার করা হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, র্যাব ওই দুই যুবককে থানায় হস্তান্তর করেছে। তাঁদের বিরুদ্ধে অপহৃত কিশোরীর মামা জাহিদ হাসান বাদি হয়ে মামলা করেছেন। তাঁদেরকে আদালতে পাঠানো হয়েছে।
Related