শনিবার, ২১ মে ২০২২, ০৩:১৩ পূর্বাহ্ন
ফরিদপুর জেলার সার্বিক পুলিশিং কার্যক্রম বিবেচনায় ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। তিনি জেলার সদর সার্কেল হিসেবে কর্মরত রয়েছেন।
গত সোমবার সকালে ফরিদপুর জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় এ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম-সেবা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ ইমদাদ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হেলালউদ্দিন ভূইয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. সুমিনুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সুমন রঞ্জন সরকার আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ক্লুলেস হত্যা, চুরির মামলা উদঘাটন ও দায়িত্বপ্রাপ্ত থানাসমূহের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এ পুরস্কারে ভূষিত হন।
সার্কেল অফিস ও থানা সমূহের অভিযোগ অনুসন্ধান, মাদক উদ্ধার, ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবদান রাখায় সুমন রঞ্জনকে ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচন করা হয়। তার এই পুরস্কারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। ফরিদপুর সদর উপজেলায় সুমন রঞ্জন সরকার বেশ জনপ্রিয় ও জনবান্ধন পুলিশ হিসাবে নিজের পরিচয় গড়ে তুলেছেন।