শনিবার, ২১ মে ২০২২, ০১:৫৭ পূর্বাহ্ন
। সনজিত কুমার শীল।
পরিবারের সুখের আশায় প্রবাসে পাড়ি দিয়েছেন বিগত ২৫ বছর আগে। চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার অন্তর্গত পূর্ব গোমদন্ডী মুন্সিপাড়া প্রবাসী লাভলু।সংযুক্ত আরব আমিরাত সবুজ শহর আল আইনে তিনি প্রথমে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন মোহাম্মদ আজিম উদ্দিন বাবলু (৪৫) পিতা হাজী হাজী কুদ্দুস মাস্টার। এরা ৪ ভাই।
লাভলুর পরিবারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। তিনি অনেক দিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। ইন্ডিয়াসহ ইউরোপের দেশ কয়টি দেশে তিনি চিকিৎসা করে আসছেন। চিকিৎসায় ব্যয়বহুল হওয়াতে আল লাইন সানাইয়া থেকে দোকান ছেড়ে আবুধাবির শিল্পনগরী মুসাফফা সানাই আট নাম্বারে অটো ইলেকট্রিক এর দোকানের একজনের সাথে পার্টনারশিপ হয়।
এইবার ঈদুল ফিতরের দিন শরীর বেশি খারাপ লাগলে তিনি আল আইন আল তওয়াম হসপিটালে ভর্তি হন। দুঃখের বিষয় তিনি গতকাল ভোরে আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্নাহি রাজেউন। বর্তমানে তার লাশ আল আইন জিমি হসপিটালে মর্গে রয়েছেন। লাভলুর মৃতদেহটি পাঠানোর জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।
বিএস/কেসিবি/সিটিজি/৭ঃ২০পিএম