শনিবার, ২১ মে ২০২২, ০৩:২৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার জেলার কুতুবদিয়া হতে হত্যা ও ডাকাতিসহ ১৫ টি বিভিন্ন মামলার আসামি সন্ত্রাসী বাবুলকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
গতকাল বৃহস্পতিবার ১২ মে সন্ধ্যা ৭ঃ৫০ মিনিটের সময় কুতুবদিয়া থানাধীন পূর্ব তাবলর চর এলাকায় অভিযান চালিয়েতাকে আটক করা হয়।
আটককৃত আসামী ছলিম উল্লাহ প্রকাশ বাবুল (৫৫) কক্সবাজার জেলার কুতুবদিয়া থানাধীন পূর্ব তাবলর চর এলাকার মৃত ছদর আহাম্মদ এর ছেলে।
র্যাব-৭ এর সিনিঃ সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি আভিযানিক দল কক্সবাজার জেলার কুতুবদিয়া থানাধীন পূর্ব তাবলর চর এলাকায় অভিযান চালিয়ে ১ টি ওয়ান শুটার গান এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ ১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদ্বয় কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের কার্যক্রম করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য যে, সিডিএমএম পর্যালোচনা করে আসামীর বিরুদ্ধে কক্সবাজার জেলার কুতুবুদিয়া থানায় অস্ত্র এবং ডাকাতির ১৫ টি মামলা পাওয়া যায়।
বিএস/কেসিবি/সিটিজি/৮ঃ০৫পিএম