শনিবার, ২১ মে ২০২২, ০৩:০২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার জেলার চকরিয়া হতে জলদস্যু জিকু বাহিনীর প্রধান কুখ্যাত জলদস্যু জিয়াবুল হক @জিকুকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
গতকাল বৃহস্পতিবার ১২ মে সন্ধ্যা ৭ঃ৫০ মিনিটের সময় চকরিয়া থানাধীন ছৈনাম্মার ঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী জিয়াবুল হক জিকু (৫০) কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ছৈনাম্মার ঘোনা এলাকার মৃত আনছার উল করিম এর ছেলে।
র্যাব-৭ এর সিনিঃ সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ছৈনাম্মার ঘোনা এলাকায় অভিযান চালিয়ে ১ টি ওয়ান শুটার গান এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ ১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে।
তিনি আরও জানান,আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে বঙ্গোপসাগরের দুঃসাহসী জলদস্যু। এছাড়াও সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত একজন জলদস্যু। সে একটি জলদস্যু গ্যাং পরিচালনা করে যার গ্যাং লিডার জিকু নিজেই। সম্প্রতি জিকু বিভিন্ন জলদস্যু গ্রুপের সাথে যোগাযোগ শুরু করে এবং তার জলদস্যু দলকে সংগঠিত করে আগের ব্যবসা শুরু করেছে। জলদস্যু দলের জন্য বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহের দায়িত্বও ছিল তার। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিএস/কেসিবি/সিটিজি/৮ঃ১৪পিএম