সোমবার, ২৭ Jun ২০২২, ১১:২৭ অপরাহ্ন
আজ রবিবার ১৫ মে সকাল ৯ঃ৫০ ঘটিকা হতে দুপুর ২ঃ০০ টা পর্যন্ত মেসার্স আসাদ বাণিজ্যালয় ও মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স এ অভিযান চালানো হয়।
র্যাব-৭, এর সিনিঃ সহকারী পরিচালক মিডিয়া মোঃ নুরুল আবছার জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি যে, চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকার “মেসার্স আসআদ বানিজ্যালয়” এবং শহরের মাইলের মাথা এলাকার “মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স” নামক দুইটি দোকানে কতিপয় অসাধু ব্যবসায়ী জনসাধারণকে ঠকানোর উদ্দেশ্যে পূর্বে ক্রয়কৃত তৈল অবৈধভাবে মজুদ করে রেখে বেশী দামে বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৭ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক একটি বিশেষ যৌথ অভিযান পরিচালান করে ব্যবসায়ী প্রতিষ্ঠান “মেসার্স আসাদ বানিজ্যালয়” এর একটি গুদামে অভৈধভাবে মজুদকৃত ৬,১২০ লিটার ভোজ্য তৈল উদ্ধারসহ প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং অপর একটি প্রতিষ্ঠান “মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স” এ মালিককে র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাগণ তার দোকানের তৈল ক্রয়-বিক্রয় সম্পর্কে জানতে চাইলে উক্ত প্রতিষ্ঠানের মালিক ৬,১২০ লিটার ভোজ্য তৈলের ক্রয় ভাউচার দেখালেও পরবর্তী্তে তেলের বিক্রয় এবং মজুদ সক্রান্ত ব্যাপারে কোনা প্রকার সদুত্তর দিতে না পারায় তাকেও ২ লক্ষ ৫০ হাজার টাকাসহ দুইটি প্রতিষ্ঠানকে সর্বমোট ০৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান,অসাধু ব্যবসায়ী চক্র ভোজ্য তৈল অবৈধভাবে মজুদ করে রেখে তৈল সংকট এবং দাম বৃদ্ধির গুজবসহ অসদুপায় অবলম্ভন করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে এবং তৈলের দাম অনেক গুনে বাড়িয়ে দিয়েছে। এদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বিএস/কেসিবি/সিটিজি/৭ঃ২০পিএম