মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ১২:৫৭ পূর্বাহ্ন
আজ সোমবার ১৬ মে সকালে বাগেরহাট জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে যত দ্রুত সম্ভব বিভাগীয় পর্যায়ে মূল্যায়িত হওয়ার জন্য নীতিমালা ও সিস্টেম নির্দেশনা অনুযায়ী স্কোর প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানান।
সেরা অফিসার নির্বাচিত হওয়া এসি ল্যান্ড মোঃ আলী হাসান বলেন,মোরলগঞ্জ উপজেলায় বিগত নয় মাসের এসি ল্যান্ডের দায়িত্ব পালনের সেরা স্বীকৃতি হয়তো এটাই। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাগেরহাট জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান স্যার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহীনুজ্জামান স্যার এবং মোরেলগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম স্যারকে। এ স্বীকৃতি নিশ্চিতভাবে আমার কাজের গতিকে আরো বৃদ্ধি করবে। এর মধ্যদিয়ে আমার দায়িত্ব আরো বেড়ে গেল। জনগণকে সেবা দিতে আরো বেগবান করবে।
তিনি আরও বলেন, আপনাদের সকলের সহযোগিতা,উৎসাহ, অনুপ্রেরণা এবং আন্তরিক দোয়া আমাদের কাজের গতিকে আরো তরান্বিত করবে বলে আশা করি। জনসেবায় জনপ্রশাসন এর নীতিতে অবিচল থেকে জনগণের সেবায় কাজ করে যাব।