রিপোর্টার,পঞ্চগড়
- মঙ্গলবার ১৭ মে, ২০২২ / ৫১ জন দেখেছেন
সোমবার (১৬ মে) বিকেলে পঞ্চগড় সরকারী অডিটোরিয়াম চত্বরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান।
এ সময় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী,সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক,পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, প্রতিবছর মাসব্যাপী এই মেলার আয়োজন করছে পঞ্চগড় প্রেসক্লাব।
করোনার কারণে গত দুই বছর এ মেলা আয়োজন করা সম্ভব হয়নি।
মেলায় হস্ত ও কুটির শিল্পের বিভিন্ন পসরা নিয়ে প্রায় ৫০ টি স্টল অংশ নিয়েছে।
Related