মাসুদ রানা,সরিষাবাড়ি, জামালপুর প্রতিনিধি
- মঙ্গলবার ১৭ মে, ২০২২ / ১১৯ জন দেখেছেন
জামালপুরের সরিষাবাড়ীতে হাফিজিয়া মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থী হারানোকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা ভাঙচুর ও শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে।
জানা গেছে, গত রোববার বেলা ১২ টার দিকে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার নবাবী রেস্টুরেন্টের পিছনে আবেদ আলী তালুকদার জামে মসজিদ সংলগ্ন জামিয়া ইসলামিয়া সরিষাবাড়ী নুরানি একাডেমি হাফিজিয়া মাদ্রাসা থেকে রায়হান(১০) ও গালিব(৮) নামে দুই শিশু শিক্ষার্থী হারিয়ে যায়।
তারা উপজেলার মহাদান ইউনিয়নের নলদার গ্রামের কবিরাজ বাড়ীর আব্দুল আওয়ালের ছেলে এবং দুই সহোদর ভাই।
শিক্ষার্থী হারানোর বিষয়ে মাদ্রাসার পরিচালক মাওলানা মেহেদী হাসান আমীর জানান, শিক্ষার্থীরা প্রতিদিন সকালে ঘুমিয়ে বেলা ১২টার দিকে উঠে গোসল করে। দুপুরের গোসলের সময় ছেলে দুটিকে দেখতে না পেয়ে তাদের অভিভাবকদের বিষয়টি জানানো হয়। পরে তারা লোকজন এসে মাদ্রাসায় হামলা ভাঙচুর সহ তাকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ করেন।
তিনি আরও বলেন,আমার মাদরাসায় হামলা ও, ভাংচুর হয়েছে, ছাত্ররা ভয়ে আতংকিত হয়েছে। তাই আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।
এদিকে শিশুদের চাচা শিপন মিয়া,হামলা ও ভাঙচুর এর বিষয়টি অস্বীকার করে বলেন, বেলা সাড়ে ১২ টার দিকে মাদ্রাসা থেকে ফোন আসে রায়হান ও গালিবকে পাওয়া যাচ্ছে না। তখন আমরা সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নেই। কিন্তু কোথাও তাদের সন্ধান পায় না। পরে মাদ্রাসায় এসে পরিচালকের কাছে হারানোর বিষয়টি জানতে চাইলে তিনি দায়- দায়িত্বহীন কথাবার্তা বলেন। পরে আমরা থানায় একটি সাধারণ ডায়েরি করি।
পরিপ্রেক্ষিতে সরিষাবাড়ী থানা পুলিশ সাত ঘন্টার মধ্যেই বাচ্চা দুটিকে টাঙ্গাইলের মধুপুর তাদের খালার বাড়ী থেকে উদ্ধার করে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান থানার এস আই সাহাদৎ হোসেন।
Related