সোমবার, ২৭ Jun ২০২২, ১১:০৫ অপরাহ্ন
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার অন্তর্গত শাখারীকাঠী, মাটিভাঙ্গা ও মালিখালী ইউনিয়নের কৃষকের স্বপ্ন প্রতি বছর তলিয়ে যায় পানির নিচে। আবহাওয়া ও জলবায়ু বিচারে এ অঞ্চলে একবার মাত্র ধান হয়ে থাকে। অতি কষ্টে জমি প্রস্তুত করে জমিতে ধান লাগালেও এ অঞ্চলের কৃষক সে ধান ঠিকমতো ঘরে তুলতে পারছে না। বাঁধ বা সুইচগেট না থাকায় প্রতিবছর ধান কাটা মৌসুমে সে ধান তলিয়ে যায় পানির নিচে। যার ফলে ধান কাটার জন্য মানুষ খুঁজে পায় না এ অঞ্চলের কৃষকেরা। আর যারা অতি কষ্টে ধান ঘরে তুলতে পারছে কিন্তু ভিজা বা পানির নিচে থাকায় ধানের ন্যায্যমূল্য পাচ্ছে না। কৃষক নিজ অর্থায়নে কোন কোন স্থানে বাঁধ নির্মাণ করলেও সব স্থানে বাঁধ না থাকায় সেখান থেকে জোয়ারের পানি প্রবেশ করে জমিতে। তাই এ অঞ্চলের কৃষকদের একটাই দাবি, নদী থেকে যাতে জমিতে পানি প্রবেশ করতে না পারে এজন্য যে সকল ছোট খাল দিয়ে জমিতে পানি প্রবেশ করে সেসব খালে যেন সরকারের পক্ষ থেকে সুইচগেট নির্মাণ করা হয়।