সোমবার, ২৭ Jun ২০২২, ১১:৪২ অপরাহ্ন
কমল চক্রবর্তীঃ
নগরীর কোতোয়ালী থানাধীন জেল রোডস্থ আমানত শাহ মাজার গলির সামনে থেকে কোতোয়ালী থানাধীন সিআরবি সাত রাস্তার মোড়ে থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের সদস্য আবিদুল হক বাবু (২২) কে গ্রেফতার করেছেন কোতোয়ালী থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার ১৯ মে বিকাল ৩.১০ মিনিটের সময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান চৌধুরী। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর এর ডবলমুরিং ও সদরঘাট থানায় অস্ত্র আইনে ২টি ও ১টি মোটরসাইকেল চুরির মামলা আছে।
আটককৃত আসামী আবিদুল হক বাবু চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন পশ্চিম মাতারবাড়ী, মোগলটুলী, প্রফেসর লেইন, কামাল সওদাগর বাড়ীর ছৈয়দুল হক এর ছেলে। বর্তমানে-বোয়ালখালী থানাধীন পশ্চিম গোমদন্ডী, তালুকদার বাড়ীর বাসিন্দা।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাহিদুল কবির জানান, গত ১২ মে কোতোয়ালী থানাধীন সিআরবি সাত রাস্তার মোড় থেকে ১টি নীল রংয়ের ইয়ামাহা ফেজার-১৫৩ সিসি মোটর সাইকেল চুরির ঘটনায় বাদী কোতোয়ালী থানার মামলা করে। মামলার সুত্র ধরে আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং বিশ্বস্থ সূত্রে খবর পেয়ে কোতোয়ালী থানাধীন জেল রোডস্থ আমানত শাহ মাজার গলির সামনে হতে আসামী আবিদুল হক বাবুকে চোরাইকৃত মোটরসাইকেলসহ আটক করা হয়।
তিনি আরও জানান, আসামীকে জিজ্ঞাসাবাদে সে মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে এবং সে চট্টগ্রাম মহানগরীসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরি করেছে করেছে বলেও স্বীকার করে। চোরাইকৃত আরো মোটরসাইকেল উদ্ধার অভিযান অব্যাহত আছে। আসামীকে ৫ দিনের রিমান্ড চেয়ে
বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর এর ডবলমুরিং ও সদরঘাট থানায় অস্ত্র আইনে ২টি ও ১টি মোটরসাইকেল
চুরির মামলা আছে বলেও জানান এই কর্মকর্তা।
বিএস/কেসিবি/সিটিজি/৫ঃ১০পিএম