রবিবার, ২৬ Jun ২০২২, ০৫:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
প্রেমের সম্পর্ক স্থাপন করে ব্যক্তিগত মুহুর্তের ছবি ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইল এবং শর্তে রাজি না হলে পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদানকারী মোঃ রিয়াজ প্রকাশ জুবায়ের (২৮) নামে এক সাইবার প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-৭।
গতকাল বুধবার ১৮ মে রাত ১০ঃ০৫ মিনিটের সময় চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন আল মাদানী রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী মাঃ রিয়াজ প্রকাশ জুবায়ের ভোলা জেলার লালমোহন থানাধীন চর কালাচাঁন এলাকার মোঃ সিরাজ এর ছেলে। এ/পি/চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন দক্ষিণ শুলকবহর ইদ্রিস কলোনীতে পরিবার নিয়ে বসবাস করে।
র্যাব-৭ এর সিনিঃ সহকারী পরিচালক মিডিয়া মোঃ নুরুল আবছার জানান, ভিকটিমের অভিযোগের বিষয়টি মানবিকতার সহিত আমলে নিয়ে প্রতারক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন আল মাদানী রোডস্থ একটি ফ্যাশন টেইলার্স এর ভিতরে অভিযান পরিচালনা করে আসামী মোঃ রিয়াজ প্রকাশ জুবায়েরকে আটক করা হয়।
তিনি জানান, প্রতারক রিয়াজ পেশায় একজন দর্জি যার কাছে বিভিন্ন নারীরা পোষাক তৈরির জন্য আসে এবং প্রয়োজনীয়তার তাগিদেই তাদের মোবাইল নাম্বারসহ বিভিন্ন তথ্যাদি দর্জিকে প্রদান করতো। এছাড়াও রিয়াজ স্মার্টফোন ব্যবহারে দক্ষ হওয়াও অনলাইলে বিভিন্ন সাইটসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সফটওয়্যার ব্যবহার (হ্যাকিং সহ) সম্পর্কে জানা আছে তার। সে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য ওয়েবসাইট ব্যবহার করে উঠতি বয়সি মেয়েদেরকে ফাঁদে ফেলে প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তুলতো এবং পরে অনলাইনে ভিডিও কলিং/রেকর্ডিং সহ অন্যান্য পন্থায় তাদের থেকে ব্যক্তিগত মুহুর্তের বা অশ্লীল ভিডিও ক্লিপস নিজের জিম্মায় নিয়ে নিতো। পরবর্তীতে সেই সকল ভিডিও ক্লিপস সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির মাধ্যমে তাদের সাথে আর্থিক লেনদেন, অনৈতিক সম্পর্ক স্থাপনে বাধ্য করা সহ বিভিন্ন ভাবে বøাকমেইলিং করতো। আটককৃত রিয়াজ একজন বহুগামী পুরুষ যে একই সাথে বিভিন্ন নারীর সাথে সম্পর্ক রাখতো এবং সম্পর্কের এক পর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতার মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপন করত। উক্ত নারীর অজান্তেই স্পর্শকাতর মূহুর্তের ভিডিও ও ছবি তুলে রাখতো পরবর্তীতে উক্ত নারীর সাথে আবারো সম্পর্ক স্থাপন করার জন্য ব্ল্যাকমেইল করত। রিয়াজের মোবাইল যাচাই করে বিভিন্ন নারীর সাথে তার সম্পর্কের প্রমাণ পাওয়া যায়। এছাড়াও তার মোবাইল থেকে ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি ও ভিডিও উদ্ধার করা হয় এবং তার মোবাইল দেখা যায় সে ব্যক্তিগত মুহূর্তের ঐ সকল ভিডিও এবং বিভিন্ন নারীর নগ্ন ছবি বিভিন্ন ব্যক্তিবর্গের মোবাইলে ছড়িয়ে দিয়েছে।
তিনি আরও জানান,পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আসামীকে জিজ্ঞাসাবাদে সে উল্লেখিত ঘটনার কথা অকপটে স্বীকার করে। সে কৌশলে নারীদের এর সরলতার সুযোগে নগ্ন ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালসহ বিভিন্ন সময়ে হোয়াটসএ্যাপে ও ম্যাসেঞ্জারে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে তাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করত বলে জানা য়ায়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএস/কেসিবি/সিটিজি/৬ঃ৩০পিএম