রবিবার, ২৬ Jun ২০২২, ০৪:১৫ পূর্বাহ্ন
কমল চক্রবর্তীঃ
নগরীর কোতোয়ালি থানাধীন লাভ লেইন এলাকায় ৩ জন ছিনতাইকারী টিপ ছোরার ভয় দেখিয়ে নগদ
৫২,৫০০ টাকা ও একটি মোবাইল সেট ছিনতাই করে নিয়ে যায় এঘটনায় ছিনতাই কাজে ব্যবহৃত ছোরা ও লুণ্ঠিত ৫২,৫০০ টাকা উদ্ধারসহ মোঃ নজরুল ইসলাম (৪৭) নামে ১ ছিনতাইকারীকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।
আজ শুক্রুবার ২০ মে দুপুর ১ঃ১৫ মিনিটের সময় খুলশী থানা এলাকা থেকে তাকে আটক হয় বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরাফাত হোসেন।
আসামী মোঃ নজরুল ইসলাম ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন হিতামপুর, বিশ্বাস বাড়ীর মৃত আবুল হোসেন এর ছেলে। বর্তমানে-চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন পূর্ব নাসিরাবাদ,আজিজ ভিলার বাসিন্দা।
কোতোয়ালী থানার ওসি মোঃ জাহিদুল কবির জানান, কোতোয়ালি থানাধীন লাভ লেইন এলাকা হতে গত ২৬ এপ্রিল পলাশ নামের এক ব্যাক্তির নিকট হতে ৩ জন ছিনতাইকারী টিপ ছোরার ভয় দেখিয়ে নগদ
৫২,৫০০ টাকা ও একটি মোবাইল সেট ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে বাদী কোতোয়ালী
থানায় মামলা করে। মামলার সুত্র ধরে খুলশী থানা এলাকা হতে ছিনতাইকারী নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে লুণ্ঠিত ৫২,৫০০ টাকা সহ ছিনতাই কাজে ব্যবহৃত টিপ ছোরাটিও
উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে এবং তার সাথে থাকা অপর ২জনের পরিচয় নিশ্চিত করে। গ্রেফতারকৃত আসামি নজরুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় সর্বমোট ৮ টি ছিনতাই মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। অপর দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
বিএস/কেসিবি/সিটিজি/৮ঃ২০পিএম