এম আবু হেনা সাগর,ঈদগাঁও
- রবিবার ২২ মে, ২০২২ / ৪৬ জন দেখেছেন
গ্রামীন জনপদে দক্ষ মানুষ গড়ার প্রত্যয় নিয়ে ঈদগাঁওতে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবটি হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছে। যেন ব্যতিক্রমী সফল তার হাতছানি।
জানা যায়,শিক্ষিত জাতি গড়ার স্বপ্ন নিয়ে ২০১৭ সাল থেকে ইংলিশ চর্চা কেন্দ্র সরুপ ল্যাংগুয়েজ ক্লাব গঠিত হয়েছিল। আর এ ক্লাবের স্বপ্নদ্রষ্টা সুপরিচিতি জাহাঙ্গীর স্যার শিক্ষার্থীদের কল্যানে দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। বৃহৎ এলাকা জুড়ে ভাল মানুষ গড়ার লক্ষ্যকে হৃদয়ে ধারন করে এগিয়ে চলছে দূরন্ত পনায়। ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের মূল উদ্যোক্তা প্রভাষক জাহাঙ্গীর আলমের হাতে গড়া শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে আলোকিত করে যাচ্ছেন নিজের এলাকাকে।
সূত্র মতে, কক্সবাজারের নবঘোষিত উপজেলা ঈদগাঁওতে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব গঠনের পর থেকে আজ অবধি পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষাতে (এ+) পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। সে সাথে চলতি বছরের ৭জনসহ অনেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। শিক্ষকের সুদক্ষ পাঠদানে। তাঁর হাতে গড়া শিক্ষার্থীদের মধ্যে ইসলামপুরের জান্নাতুল ওমালিয়া (ম্যানেন্সম্যান্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়, ঈদগাঁওর শাহাদাত হোসাইন (ম্যানেন্সম্যান্ট), রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামাবাদের আসমাউল হোসনা (লোক প্রসাশন) চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, ঈদগাঁওর সামিনা আক্তার (আন্তজার্তিক সম্পর্ক), চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মো:ইব্রাহিম (আইনজীবি) সুপ্রিমকোর্ট,ঢাকা। এছাড়াও ক্লাব প্রতিষ্ঠার পাঁচ বছরে বিভিন্ন সরকারী বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্তের সংখ্যা প্রায় অর্ধশতাধিক।
বাংলার পাশাপাশি ইংলিশ চর্চার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে সামগ্রীক দিক দিয়ে সুনাগরিক হিসেবে তৈরি করায় ক্লাবের লক্ষ্যে। শিক্ষার মাধ্যমে অর্জন সুনিশ্চিত করা। ইংরেজী শিক্ষার ক্ষেত্রে এই ক্লাবটি ঈদগাঁওর পাঁচ ইউনিয়নের প্রত্যান্ত গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের মাঝে অবদান রাখবে নি:সন্দেহ। অনন্য সুন্দর ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের যাত্রায় অভিভাবক মহল পুলকিত।
কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউসুফেরখীলের কৃতি সন্তান জাহাঙ্গীর আলম। তিনি বর্তমানে রামু সরকারী কলেজের দর্শন বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত রয়েছে। সেই সাথে মনোমুগ্ধকর কন্ঠে অনলাইন ক্লাস যেন মন জুড়িয়ে দেন শিক্ষার্থীদের।
তাঁর সাথে কথা হলে জানান, আগামী প্রজন্মকে প্রতিযোগিতামুলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদেরকে অবশ্যই বাংলার পাশাপাশি ইংরেজী ভাষায় দক্ষতা থাকা অতীব জরুরী। সেই লক্ষ্যে ইংলিশ ক্লাব প্রতিটি শিক্ষার্থীদের ইংরেজী ভাষায় দক্ষ করে গড়ে তোলতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আবার তিনি প্রতি সপ্তাহে অন্যান্য বিষয়ের পাশাপাশি ইংরেজী ভাষাসহ আন্তজার্তিক সম্পর্ক ও বাংলাদেশ বিষয়ের উপর একটি ক্লাসও করেন।
Related