বাগেরহাটের ফকিরহাট উপজেলার জয়পুর পশ্চিমপাড়া এলাকায় ‘বাইতুল আমান জামে মসজিদ’ এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। গত শুক্রবার সকাল ১০টায় বিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বাংলাদেশ সমাচার ও দ্যা ডেইলি বাংলাদেশ ডায়েরির সম্পাদক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ড. খান আসাদুজ্জামান।
তাঁর নিজ গ্রামের বাইতুল আমান জামে মসজিদ উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ফকির দাউদ হায়দার বাবু, বাইতুল আমান জামে মসজিদের অন্যতম প্রধান উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল হাসান, হাফেজ মও. বেল্লাল হোসাইন, মাও. হাবিবুল্লাহ, মাও. বোরহান উদ্দিন, মাও. মোতালেব হোসেন, মাও. হুমায়ুন কবির ও ইউপি সদস্য মো. হান্নান শাহ প্রমূখ।
উল্লেখ্য যে, সোসাইটি ফর এ্যানলাইটিং নেশন (সফেন) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খান আসাদুজ্জামানের নিজগ্রামে প্রতিষ্ঠিত এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য তিনি শত ব্যস্ততার মধ্যেও গ্রামে ছুটে আসেন। এ সময় দ্বিতল ভবন বিশিষ্ট মসজিদের জন্য তিনি আর্থিক অনুদান প্রদান করেন। ড. খান আসাদুজ্জামান বাংলাদেশ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালকের দায়িত্ব পালেন করছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে তিনি যুক্ত আছেন এবং মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত রাষ্ট্রপতি পদকে ভূষিত হন।