মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০১:০২ পূর্বাহ্ন
গত ২০ মে রাত ৯ঃ০০ টায় কাটিরহাট বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত আসামীরা হলেন, মোঃ বিল্লাল হোসেন খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি সদর থানাধীন ভূয়াছড়ি স্কুল টিলা এলাকার আঃ হামিদ মীর এর ছেলে এবং মোঃ জসিম মীর বাগেরহাট জেলার সরনখোলা থানাধীন খন্তাকাটা (মীরাবাড়ী) এলাকার আঃ হালিম এর ছেলে।
র্যাব-৭, এর সিনিঃ সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার জানান, কতিপয় ব্যক্তি অবৈধ ভাবে নিজেদের হেফাজতে ৩টি বন্যপ্রাণী তক্ষক নিয়ে হাটহাজারী থানাধীন কাটিরহাট বাজারের রাস্তার উপর বেচা কেনার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই জনকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা প্লাষ্টিকের বাজারের ব্যাগে ২টি (১টির দৈর্ঘ্য ১১.৮ ইঞ্চি, এবং অপরটি দৈর্ঘ্য ৮.৫ ইঞ্চি) এবং সিগারেটের প্যাকেটের ভিতর ১টি (দৈর্ঘ্য ৭.৪ ইঞ্চি) মোট ৩টি বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করা হয়।
তিনি জানান,গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে তারা বন্য প্রাণী তক্ষক কেনাবেচা চক্রের সক্রিয় সদস্য এবং পরস্পর যোগসাজশে একে অপরের সহযোগিতায় প্রতারণা করতঃ দীর্ঘদিন যাবত বন্যপ্রাণী তক্ষক উপযুক্ত অনুমতি ব্যতিত অবৈধভাবে নিজ দখলে রেখে চট্টগ্রামসহ আশে পাশের জেলায় কেনা-বেচা করে আসছে এবং বন্যপ্রাণী দেখিয়ে প্রতারণা করে আসছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা টাকার বিনিময়ে উক্ত উদ্ধারকৃত তক্ষক ঢাকার অজ্ঞাত লোকের কাছে বিক্রি করার জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল। আসামীরা পরস্পর যোগসাজশে বন্যপ্রাণী নিজ হেফাজতে রেখে এবং কৌশলে ভারতে পাচার করে আসছে এবং অবৈধ ভাবে লাভবান হওয়ার জন্য প্রতারণা করে আসছে। উদ্ধারকৃত তক্ষকগুলো বন্যপ্রাণী হওয়ার কারণে বিধি মোতাবেক স্টেশন কর্মকর্তা, হাটহাজারী বিট কাম চেক ষ্টেশন, হাটহাজারী রেঞ্জ, চট্টগ্রাম এর নিকট তক্ষকগুলো হস্তান্তর করা হয়। পরবর্তীতে বনবিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ তক্ষকগুলো সাংবাদিকদের উপস্থিতিতে বনে ছেড়ে দেন।
গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
বিএস/কেসিবি/সিটিজি/৬ঃ৩০পিএম