সোমবার দুপুরে, উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন করেন, গাবতলী উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোছাঃ রওনক জাহান ও প্রধান অতিথি ছিলেন গাবতলী উপজেলার চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন।
এ- সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আবু সম্রাট খান,গাবতলী উপজেলার সাবেক পাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোনায়ারুল হাসান, গাবতলীর সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম এমদাদ, গাবতলীর সুখানপুকুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফেরদৌস বারী সরকার, সহকারি উপ খাদ্য পরিদর্শক মোঃওমর আলী,
অনুষ্ঠানে ধান-চাতাল ব্যবসায়ী, কৃষক, মিল মালিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গাবতলীর সুখানপুকুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফেরদৌস বারী সরকার জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার-কে জানান, এ- মৌসুমে গাবতলী উপজেলায় বোরো ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, দুই হাজার পাঁচ শত তিন মেট্রিক টন এবং চাল দুই হাজার চুয়াল্লিশ মেট্রিক টন।
ইতিমধ্যে, এই চাল সরবরাহ করার জন্য ১শত ২২জন মিলার চুক্তিবদ্ধ হয়েছেন।
উদ্বোধন অনুষ্ঠানে ধান চাল ব্যবসায়ী, মোঃ মোস্তাফিজুর রহমান ৫টন ধান,চাল দেন।
সরাসরি, তাদের কাছ থেকে ২৭টাকা কেজি দরে এই ধান সংগ্রহ করা হবে। আগামি ৩১আগস্ট পর্যন্ত এই বোরো ধান-চাল সংগ্রহ অভিযান চলবে বলেও সূত্রটি জানায়।