সাখাওয়াত হোসেন সাকা, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
- সোমবার ২৩ মে, ২০২২ / ৬৩ জন দেখেছেন
লক্ষ্মীপুরের রামগঞ্জে ৩কেজি গাঁজাসহ এক মহিলা মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রমতে, সোমবার (২৩ মে) লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ,এইচ,এম কামরুজ্জামান (পিপিএম সেবা) এর সার্বিক দিক নির্দেশনা ও রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমদাদুল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানার উপ পরিদর্শক দিবাকর রায়, উপ সহকারি পরিদর্শক সোহরাব হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনা-বেচার সময় রামগঞ্জ উপজেলার বক্ষ্মপাড়া গ্রাম থেকে মনোয়ারা বেগম নামক এক মহিলা মাদক ব্যবসায়ির হেফাজত থেকে ৩কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তথ্যমতে আরও জানা যায়, এই মনোয়ারা বেগম রামগঞ্জের ব্রক্ষ্মপাড়া গ্রামের জামাল হোসেনের স্ত্রী।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, ৩কেজি গাঁজা সহ মহিলা আসামীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে রামগঞ্জ থানায় মামলা নং- ১৬(০৫)২২, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১৯(ক) মোতায়েন মামলা রুজু করা হয়। পরবর্তীতে উক্ত আসামীকে বিধিমোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
Related