সোমবার, ২৭ Jun ২০২২, ১১:৩৭ অপরাহ্ন
ফরিদপুরের মধুখালীতে বন্ধন ঈদ পূর্ণমিলনী ও সম্মাননা প্রদান ২০২২ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ ঘটিকায় আব্দুল ওহাব পাবলিক লাইব্রেরী মধুবন শপিংমলের তৃতীয় তলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মোঃ মিজানুর রহমান সরদার, সভাপতি, বন্ধন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শহিদুল ইসলাম, চেয়ারম্যান মধুখালী উপজেলা পরিষদ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন, আবু সাঈদ মিয়াঁ, সভাপতি মধুখালী ডায়াবেটিক সমিতি। এই অনুষ্ঠানের মাধ্যমে তিনজন গুণী ব্যক্তি এবং একটি মানবিক সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়েছে। তারা হলেন, প্রবীণ সাংবাদিক মোঃ মালেক শিকদার, স্বপন কুমার মিত্র, সেরা সহকারী শিক্ষক,মোঃ হাবিবুর রহমান সেরা সহকারী শিক্ষক মধুখালী ফরিদপুর ও মানবিক সোসাইটি, জেলার শ্রেষ্ঠ সংগঠন নিশ্চিন্তপুর মধুখালী, ফরিদপুর।