রবিবার, ২৬ Jun ২০২২, ০৫:৪৫ পূর্বাহ্ন
গতকাল ছিল বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী। সারা দেশের ন্যায় রংপুরেও পালন করা হয় প্রতিষ্ঠা বার্ষিকী। রংপুর মহানগর আওয়ামী মৎসজীবী লীগের আয়োজনে গতকাল বিকালে টাউন হলস্থ রঙ্গপুর সাহিত্য পরিষৎ হলরুমে যাকযমক পূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য সচিব মোঃ উমর ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রো কোতোয়ালি থানার সভাপতি তৌহিদুল ইসলাম, সাইফুল ইসলাম বাবুল, সমাজ সেবক নাহিদ আফরোজ লিজা, ব্যাংকার গীতিকার সওদা খানম মিনু ও এলাহী ফারুক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মৎস্য বান্ধন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের উপর গুরুত্ব দিয়েন। কাজেই আমরাও এই সংগঠনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো। আমরা সবাই এক হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সহযোগিতা করি। যাতে কোন শত্রু আমাদের টেকাতে না পারে। আলোচনা শেষে কেক কাটার আয়োজন, পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।