নরসিংদী বেলাব উপজেলার নারায়ণপুর বাজার রোডে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৬১৮তম আউটলেট এজেন্ট শাখার শুভ উদ্বোধন করা হয়।
গতকাল সোমবার (৩০মে) দুপুর ১২টায় নারায়ণপুর বাজার রোডে প্রধান অতিথি হিসেবে বেলাব উপজেলা চেয়ারম্যান মোঃ শমসের জামান ভূইয়া লিটন ফিতা কেটে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৬১৮তম আউটলেট শাখার শুভ উদ্বোধন করেন।
নারায়ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে ও মোঃ মনির নবী সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন আল আরাফাহ ইসলামী ব্যাংক ভৈরব শাখার ব্যবস্হাপক মোঃ আনিসুল ইসলাম মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ অফিসার ইকবাল বাহার।
আরো উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান কাউসার কাজল, বেলাব আরাফাহ ইসলামী ব্যাংকের ৬১৮তম শাখার প্রোঃ মোঃ আবুল কাসেম,নারায়ণপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের মেম্বার আব্দুস সালাম, বাজারের ব্যবসায়ী বৃন্দ,সাংবাদিক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পুর্ণ শরিয়াহ মোতাবেক পরিচালিত আল আরাফাহ ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ সেবা সমুহ ও ইসলামী শরিয়াহ অনুযায়ী এর সুবিধা নিয়ে আলোচনা করেন বক্তারা।