কমল চক্রবর্তীঃ
নগরীর কোতোয়ালী থানার চৌকস পুলিশ অফিসার তথা টিম কোতোয়ালীর একজন সাহসী ও বিচক্ষণ সদস্য এসআই মমিনুল হাসান ও এসআই ধর্মেন্দু দাশ ২০২০ সালে অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদান ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ “এ” ক্যাটাগরিতে আইজিপি ব্যাজ-২০২০(Police Force Exemplary Good Service Badge-2020) পদক পেলেন ।
আজ শনিবার (২২ জানুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রকাশিত তালিকায় তাদের নাম ছিল।
জানা গেছে, কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, বাহিনীর মর্যাদা বৃদ্ধি হয়েছে, এমন কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজে মনোনীত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এ পদক দেয়া হয়।‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’। পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এ পুরস্কার।
আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকাণ্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারি ও ব্যক্তিগত কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি বাড়ানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদানের ভিত্তিতে পদকের জন্য যোগ্য কর্মকর্তা ও সদস্যদের নির্বাচিত করা হয়।
এসআই মমিনুল হাসান জানান, আল্লাহর অশেষ রহমতে ২০২০ সালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ “A” ক্যাটাগরিতে আইজিপি ব্যাজ পদক “Police Force Exemplary Good Service Badge-2020” প্রাপ্ত হলাম। কৃতজ্ঞতা ও ধন্যবাদ- টিম কোতোয়ালীর প্রতি। আমার আজকের এই অর্জন টিম কোতোয়ালীর অর্জন। এর মধ্য দিয়ে আরো বেশি দায়িত্বশীল্ ভুমিকা পালন করতে হবে। এই পদক প্রাপ্তি কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে আমাকে আরও বেশী অনুপ্রাণিত করবে।
বিএস/কেসিবি/সিটিজি/৭ঃ২০ পিএম