রবিবার, ২৬ Jun ২০২২, ০৪:৪৩ পূর্বাহ্ন
অসাধারণ প্রতিভা প্রর্দশন করে হাতিয়ায় প্রাথমিক সাংস্কৃতিক প্রতিযোগীতায় নৃত্য ইভেন্টে ১ম
হয়েছেন আদ্রিকা আচার্য্য দিয়া( গ্রুপ ক)। সে চরকৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
বাংলাদেশ ব্যাপি অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ( প্রাথমিক পর্যায়ে) হাতিয়া উপজেলায় বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতা হয়। হাতিয়া উপজেলা তে প্রায় ২৩৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইউনিয়ন ভিত্তিক বিভিন্ন ইভেন্টে ১ম পুরষ্কার অর্জনকারী প্রতিযোগীদের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় হাতিয়া উপজেলায়।
প্রধান অতিথি হাতিয়া উপজেলায় দুইবার নির্বাচিত সম্মানিত উপজেলা চেয়ারম্যান মাহবুব মুর্শেদ লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) , সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা শিক্ষা অফিসার মোসলেহ উদ্দিন( ভারপ্রাপ্ত), আরো উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও প্রধান শিক্ষক আবুল কালাম মোহাম্মদ আবদুল্লাহ, আরো উপস্থিত ছিলেন শিক্ষা কমিটির সদস্য ও প্রধান শিক্ষক এবং হাতিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার সহ শিক্ষক ও মেহমানগণ।
পরবর্তীতে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ শেষে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।