রফিকুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার এন্ড ময়মনসিংহ ডিভিশনাল চীফঃ
- শুক্রবার ১০ জুন, ২০২২ / ৩৮ জন দেখেছেন
গতকাল বিকাল ৩.৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহের সম্মেলনকক্ষে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান উদযাপনের জন্য প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: ইউসুফ আলী, প্রধান নির্বাহী কর্মকর্তা, সিটি কর্পোরেশন, ময়মনসিংহ, জনাব মো: শাহ্ আবিদ হোসেন, বিপিএম (বার),( ভারপ্রাপ্ত ডিআইজি),ময়মনসিংহ রেন্জ
আয়োজনের সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহা: আহমার উজ্জামান (পিপিএম,সেবা), পুলিশ সুপার,ময়মনসিংহ, অধ্যাপক ইউসুফ খান পাঠান, প্রশাসক, জেলা পরিষদ, ময়মনসিংহ, বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধিবৃন্দ, এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত ব্যক্তিবর্গ।
Related