ফেনীতে মাদকদ্রব্য অপব্যবহার রোধে সামাজিক আনন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ফেনী সদর উপজেলা চেয়ারম্যান,ইউএনও,ওসিসহ জনপ্রতিনিধিদেরকে নিয়ে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে আজ বুধবার ১৫ জুন ২০২২ এক কর্মশালা সদর উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্টিত হয় । ফেনী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য অধিদপ্তরের সহযোগীতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান । তিনি তার বক্তব্যে মাদকদ্রব্য অপব্যবহার রোধের উপর বিবিধ দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্ত্বে সহকারী কমিশনার(ভূমি) লিখন বণিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এস আর মাসুদ রানা,ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দিন। কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপ পরিচালক মিজানুর রহমান শরীফ । অনুষ্টানের বক্তারা বলেন,আমাদের যুবকদেরথেকে শুরু করে সবাইকে মাদকের কুফল সম্পর্কে সজাক থাকতে হবে এবং সবাইকে বোঝাতে হবে । তারা যেন আসক্ত না হয় । কোন কোন ব্যাক্ত মাদকে আসক্ত হলেও সেই পথথেকে ফিরে ফিরে আসে । মাদক অপব্যবহাররোধের কথা তৃণ-মূলে সচেতনতা সভা করে দেশের মানুষকে সচেতন করতে হবে । পড়াশুনা, বিদ্যালয়ের শ্রেনী কক্ষ ও খেলাধুলার অনুষ্টানে আলোচনা করে এই মাদকের কুফল সম্পর্কে প্রচারণা চালাতে হবে । বক্তারা আরো বলেন,প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যেন শিশু কিশোরদের জীননের শুরুতে মাদকের ভয়াবহতা সম্পর্কে জানাতে পারেন।