সুইজারল্যান্ড সরকারের সহায়তায় এবং হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশনের তত্বাবধানে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নেছারাবাদ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান নার্গিস জাহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, মহিলা লীগ,যুব মহিলা লীগ, কৃষক লীগ, জাতীয় পার্টি (এরশাদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ন্যাশনাল পিপলস পার্টির জেলা ও উপজেলার নেতারা এবং স্বরূপকাঠি উপজেলা প্রেসক্লাবের সভাপতি,
ইউইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ১০টি ইউনিয়নের ১৯ জন অপরাজিতা অংশগ্রহণ করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন,স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, জাতীয় পার্টির সভাপতি এম আর ইসলাম বাচ্চু, কমিউনিষ্ট পার্টির সাঃ সম্পাদক হুমাউন কবির, ন্যাশনাল পিপলস্ পার্টি(এনপিপি)জেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কৃষক লীগের সহ-সভাপতি গোলাম ফারুক,এবং অপরাজিতা প্রকল্পের নারী নেতৃবৃন্দ।
এবং অপরাজিতা প্রকল্পের নেছারাবাদ উপজেলা সমন্বয়কারী জাহাঙ্গীর ফকির মিঠু ও সভার উদ্দেশ্য বর্ননা করেন পিরোজপুর জেলার ডিপিও সাহিদা বানু সোনিয়া। ধারণাপত্র পাঠ করেন অপরাজিতা রিনা সুলতানা সেই সাথে তিনি উপজেলার বর্তমান কমিটির নারীর অংশগ্রহণের অনুপাত তুলে ধরেন।
এসময় অপরাজিতারা বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী গনপ্রতিনিধিত্ব আদেশের বাস্তবায়নের লক্ষে ইউনিয়ন ও উপজেলার সকল রাজনৈতিক দলের মূল কমিটিতে ৩৩% নারীর অংশগ্রহণ নিশ্চিত করার জোর দাবি জানান। রাজনৈতিক দলের নেতারা দাবি প্রতি সমর্থন জানিয়ে তাদের নিজ নিজ দলের পরবর্তী সম্মেলনে যতটা সম্ভব দলী কমিটিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করেন। সঞ্চালক ও সভাপতি নার্গিস জাহান এই বিষয়ে নারীদের সাথে সার্বিক সহায়তা প্রদান ও যে কোন কর্মসূচি গ্রহনের ক্ষেত্রে সাথে থকার নিশ্চয়তা প্রদান করেন।