রফিকুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার এন্ড ডিভিশনাল চিফ, ময়মনসিংহ
- বুধবার ১৫ জুন, ২০২২ / ২৬৯ জন দেখেছেন
প্রজ্ঞাবান শিক্ষাগুরু ও বহুমাত্রিক সাহিত্যস্রষ্টা শহীদ বুদ্ধিজীবী প্রিয় সাধন সরকারকে রাষ্ট্রিয়ভাবে মুক্তিযুদ্ধ মন্ত্রনালয় কর্তৃক স্বীকৃতি ময়মনসিংহ বিভাগীয় মানুষের গণদাবি শিরোনামে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় প্রথম পৃষ্ঠায় পরপর দুটি অনুসন্ধানী নিইজ প্রকাশিত হওয়ার পর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় নরে চরে বসে দ্বিতীয় পর্ব তালিকা প্রকাশ করার জন্য। দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় সর্বশেষ প্রকাশিত হয় গত ২২/০৫/২০২২ রোজ রবিবার। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ২৯/০৫/২০২২ ইং তারিখে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্তৃক তালিকা করে গেজেট প্রকাশ করে। এই তালিকায় শহীদ বুদ্ধিজীবী হিসেবে স্থান পায় ময়মনসিংহ বিভাগীয় মানুষের নয়নের মণি,বর্তমান শিক্ষকদের শিক্ষা গুরু সকলের প্রিয় সাধন সরকার। মুক্তিযুদ্ধ মন্ত্রনালয় যে গেজেট প্রকাশ করে পঞ্চম তালিকায় সিরিয়াল নং৭২। প্রিয় সাধন সরকার বুদ্ধিজীবি হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্থান পাওয়ায় তাঁর প্রিয় জন্মস্থান ফুলপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সাস্কৃতি, মুক্তিযোদ্ধাগণ পৃথক পৃথকভাবে তারা তাদের অভিমত ব্যক্ত করেছেন। ফুলপুর উপজেলা আওয়ামী সিনিয়র যুগ্ম আহবায়ক বলেন, আমাদের দীর্ঘদিনের অপুরনীয় দাবি পুরন করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদশ সরকারের মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় সাধন সরকারকে মুক্তিযুদ্ধ মন্ত্রনালয় গেজেট প্রকাশ করে তাঁকে শহীদ বুদ্ধি হিসেবে স্বীকৃতি দেয়াট ছিল ময়মনসিংহ বিভাগীয় মানুষের দীর্ঘ দিনের গণদাবী। এ ব্যাপারে ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আতাউল করিম রাসেল বলেন, প্রিয় সাধন সরকারের জন্য আমি এবং উপজেলা নির্বাহী অফিসার যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে তাঁর প্রিয় কর্মস্থল পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে একটি স্মৃতি স্তম্ভ করার জন্য প্রধান শিক্ষক বরাবরৃে একটি নির্দেশপত্র অনুরোধক্রম পাঠিয়েছি। ফুলপুর পৌরসভার মেয়র মিঃ শশধর সেন বলেন, আমি খুবই আনন্দিত হয়েছি যে, সাধন স্যার জাতীয় শহীদ বুদ্ধি জীবি হিসেবে স্বীকৃতি পেয়েছে, এর চেয়ে বড় সুসংবাদ আমার কাছে অন্য কিছু হতে পারে না। বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম বলেন,প্রিয় সাধন সরকার ছিলেন আমার বাবার প্রিয় শিক্ষক, এই স্বীকৃতি পাওয়ার পর আমার বাবার চোখে পানি অঝর ধারায় ঝরছে। এই কান্না ছিল আনন্দের, এই স্বীকৃতি ময়মনসিংহ বিভাগীয় মানুষের জন্য অনেক বড় পাওনা, অনেক বড় স্বকৃীত, আমাদের অনেক বড় আবদার পুরন হলো।পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক জনাব নজরুল ইসলাম খান,এটিএম বরকত উল্লাহ (অবসরপ্রাপ্ত) সমস্বরে বলেন,,, দীর্ঘ ৫১ বছর পর তুমি আমাদের প্রিয় সাধন সরকার (স্যার) কে নিয়ে বাংলাদেশ সমাচার পত্রিকায় ধারাবাহিকভাবে শীর্ষ পাতায় নিউজ করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে গভীরভাবে জ্ঞাত করার জন্য পত্রিকার সম্পাদক ও সাংবাদিকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি । বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার সাধারণত সম্পাদক জনাব নূর মোহাম্মদ তারকী বাবুল বলেন, আমি আমার বাবা কাছ থেকে শুনছি ,উনি ছিলেন একজন কবি,সাহিত্যক উপন্যাসিক,প্রবন্ধকার,তাঁর রচিত কাব্য গ্রন্থগুলোর মধ্যে অন্যতম অস্তরাগ, রক্ত পলাশ, যুগের দাবী উপন্যাস উল্লেখযোগ্য। আমি মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের প্রতি অকৃপণ ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সর্বশেষ সাক্ষাৎকারী সাধন সরকারের প্রিয় ছাত্র ৭১ বীর সিপাহশালা, জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা, ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জনাব আব্দুর রব বলেন, আমার এখন একটাই দাবি প্রিয় সাধন স্যারকে স্বাধীনতা পদকে ভূষিত করা হোক (মরণোত্ত)
Related