রবিবার, ২৬ Jun ২০২২, ০৫:২০ পূর্বাহ্ন
কমল চক্রবর্তীঃ দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় কর্মরত সকল বিভাগীয় প্রধান ও জেলা প্রতিনিধিদের সাংবাদিকতায় শুদ্ধতার চর্চা ও পেশাগত দক্ষতা উন্নয়নে সফেন ফাউন্ডেশন এবং দৈনিক বাংলাদেশ সমাচার আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি, সম্মাননা ও সনদপত্র প্রদান উৎসব-২০২২ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষন শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ ও অতিথিদের সন্মাননা প্রদান করা হয়।
গতকাল শনিবার ১৮ জুন সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত ঢাকাস্থ পিআইবি মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি,সম্মাননা ও সনদপত্র প্রদান উৎসব-২০২২ এর উদ্বোধন করেন সফেন এর চেয়ারম্যান ও দৈনিক বাংলাদেশ সমাচার এর সম্পাদক মণ্ডলীর সভাপতি ডাঃ অনিশ কুমার সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সফেন ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান ও দৈনিক বাংলাদেশ সমাচার এর উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম কিবরিয়া ভুঁইয়া।প্রধান প্রশিক্ষক ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচার এর সম্পাদক ও প্রকাশক এবং সফেন এর প্রতিষ্ঠাতা ড. খান আসাদুজ্জামান ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর যুগ্ম সচিব এস,এম মাহফুজুল হক।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সফেন এর পরিচালক ও আই এফ আই সি ব্যাংক এর সিনিঃএক্সকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ রফিকুল ইসলাম ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক ড. শাহ জহির রায়হান।
প্রশিক্ষনে স্বচ্ছতা, নৈতিকতা ও সততা নিশ্চিত করার মধ্য দিয়ে সুশাসন ও দুর্নীতিমূক্ত সমাজ প্রতিষ্ঠায় নিরপেক্ষ ও বস্তুনিষ্ট সাংবাদিকতা এবং শুদ্ধতার চর্চার উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া সাংবাদিকতায় শুদ্ধতার চর্চা ও পেশাগত দক্ষতা উন্নয়নে মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
বিএস/কেসিবি/সিটিজি/১২ঃ৩০পিএম