মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০২:৫৫ অপরাহ্ন
সরকারের রাজস্ব-কর ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার মালিক বনে যাওয়া অভিযুক্ত মোহাম্মদ মাহাবুবুল ইসলাম পরশের বিরোদ্ধে জাল-জালিয়াতির মামলায় এফআইআর এর নির্দেশ দিয়েছে আদালত। ১৬ জুন (বৃহস্পতিবার) বিজ্ঞ আমলী আদালত, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ নেত্রকোনা এ আদেশ প্রদান করেন। এর আগে দূর্নীতি দমন কমিশন (দুদক) এর মহা-পরিচালক, জেলা প্রশাসক, পুলিশ সুপার নেত্রকোনা বরাবরে সরকারের রাজস্ব-কর ফাঁকিসহ কোটি কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করেন মোঃ মাহবুবুর রহমান হিমেল নামে এক ব্যাক্তি। পরে অভিযোগকারী হিমেলের স্বাক্ষর জাল করে এফিডেভিট সৃষ্টি করে জাল-জালিয়াতির মাধ্যমে ০২-০৩-২০২২ ইং তারিখে নেত্রকোনা জেলা প্রশাসক বরাবরে অভিযোগ প্রত্যাহার দেখান। পরে জাল-জালিয়াতির বিরোদ্ধে ২৩-০৩-২০২২ ইং তারিখে মোহাম্মদ মাহবুবুর রহমান হিমেল জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। পরে জাল-জালিয়াতির অভিযোগে মোহাম্মদ মাহাবুবুল ইসলাম পরশকে বিবাদী করে আদালতে মামলা করেন মোঃ মাহবুবুর রহমান হিমেল। আদালত বিষয়টি আমলে নিয়ে ১৬ জুন (বৃহস্পতিবার), বিজ্ঞ আমলী আদালত মোহাম্মদ মাহাবুবুল ইসলাম পরশের বিরোদ্ধে ৭২ ঘন্টার মধ্যে মামলা এফআইআর করতে নেত্রকোনা মডেল থানাকে আদেশ প্রদান করেন। এব্যাপারে বাদী পক্ষের আইনজীবী ফরিদ আহমেদ বাংলাদেশ সমাচারকে জানান, বাদীর স্বাক্ষর জাল করে এভিডেভিড সৃষ্টি করে নেত্রকোনা জেলা প্রশাসক বরাবর অভিযোগ প্রত্যাহারের বিরুদ্ধে মাহবুবুর রহমান হিমেল বাদী হয়ে অভিযুক্ত মোহাম্মদ মাহাবুবুল ইসলাম পরশকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করলে বিষয়টি আমলে নিয়ে বিজ্ঞ আমলী আদালত মোহাম্মদ মাহাবুবুল ইসলাম পরশের বিরোদ্ধে ৭২ ঘন্টার মধ্যে এফআইআর জন্য নেত্রকোনা মডেল থানাকে আদেশ প্রদান করেন।