রবিবার, ২৬ Jun ২০২২, ০৫:১৭ পূর্বাহ্ন
১৬ জুন ২০২২ রোজ বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় লক্ষীপুর সদর উপজেলা শাকচর জব্বার মাষ্টার হাট উচ্চ বিদ্যালয়ের এস,এস, সি পরীক্ষার্থীদের এক জাক জমক পূর্ণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের বিজ্ঞ প্রধান শিক্ষক জনাব মাহবুবুল আলম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন -১৬ নং শাকচর ইউনিয়ন আওয়ামীলীগের সফল সভাপতি ও ১৬ নং শাকচর ইউনিয়ন পরিষদের সুযোগ্য নব নির্বাচিত চেয়ারম্যান জনাব, মুহাম্মদ মাহফুজুর রহমান মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অএ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ জনাব,চৌধুরী গিয়াস উদ্দিন । শাকচর জব্বার মাষ্টার হাট উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, সমাজ সেবক,এবং বাজার কমিটির সভাপতি আজহার মিয়া । আরো বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সাবেক নোমান এম,পির প্রতিনিধি, ১৬ নং শাকচর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান এবং অএ বিদ্যালয়ের সাবেক সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন । নির্ভিক সমাজ সেবক রাব্বী এলাহি জহির ও শিক্ষক, ছাএ- ছাএী এবং অভিবাবক বৃন্দ।। সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক, সর্ব সময় বিদ্যালয়ের কল্যাণকর ভূমিকা পালন করবো, বিদ্যালয়ের ভাউণ্ডারী ওয়ালের জন্য আপ্রাণ চেষ্টা করবো, অজয় গ্রামের সন্তানদের উদ্দেশ্যে বলেন একদিন এখানে কলেজ প্রতিষ্ঠিত হবে আমাদের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য দূরে যেতে হবেনা । ভিশন ২০৪১ সাল আগামী প্রজর্মের ছাএ – ছাএীরা সমাজ, দেশ এবং জাতীকে এগিয়ে নিয়ে যাবে মন্তব্য করে তার বক্তব্য শেষ করে অনুষ্ঠান শেষ করেন ।