রবিবার, ২৬ Jun ২০২২, ০৪:১৮ পূর্বাহ্ন
সড়ক সংস্কার না হওয়ায় এলাকার লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুম শুরু থেকেই সড়কের অনেক স্থানে কাদা পানি জমে রয়েছে । যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে আছে। শিল্পাঞ্চল খ্যাত শ্রীপুরের এ রাস্তা দিয়ে হাজার হাজার শ্রমিক চলাচলে চরম ভোগান্তির মধ্যে পড়ছেন। সড়ক সংস্কার না হওয়ায় পুরো বর্ষাকাল এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেই ভোগান্তি এখনো অব্যাহত আছে।
কথা হয় পোশাক শ্রমিক রায়হান, আনোয়ার ও রফিকুলের সঙ্গে। তারা বলেন, ‘অনেক আশা করেছিলাম রাস্তাটি পাকা হবে। বর্ষা মৌসুমে ভালোভাবে হাঁটাচলা করতে পারব। কিন্তু গোটা বর্ষা মৌসুম হাঁটুসমান কাদা পেরিয়ে চলাচল করতে হয়েছে। উদ্বোধনের পরও রাস্তার কাজ হয়নি।
শ্রীপুর পৌর সভার উপ-সহকারী প্রকৌশলী মো. হারুন-অর-রশিদ বলেন, সড়কের ১৩শ মিটার দৈর্ঘ্য ১৫ ফিট প্রস্ত আরসিসি ঢালাইয়ের জন্য ২০১৭/২০১৮ অর্থ বছরে দরপত্র আহ্বান করা হয়। যাচাই-বাছাই শেষে ২০২১ সালে কার্যাদেশ পায় জেনেভা ইন্টারন্যাশনাল কোম্পানি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭০লাখ । প্রকল্পের মেয়াদ ছিল ২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ অক্টোবর পর্যন্ত। ঠিকাদার সঠিক সময়ে কাজ শুরু করলেও বর্তমানে ইকুইপমেন্ট গুলোর দাম বেড়ে যাওয়ায় কাজের এই ধীর গতি।আশা করি দ্রুত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন হবে।