বুধবার, ১০ অগাস্ট ২০২২, ১১:২৬ পূর্বাহ্ন
পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে বগুড়া শহর ঘিরে উৎসবের আমেজ বয়ে যায়। উদ্বোধন এই উপলক্ষে নানা আয়োজন করেছে বগুড়া জেলা প্রশাসন।
এছাড়াও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সরকারি, বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক শিক্ষার্থী, শ্রমিক, রাজনৈতিক নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মীসহ বগুড়ার আপামর জনসাধারণ।পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে বেলুন, ফেস্টুন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন করা হয়। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠান বিটিভির মাধ্যমে বড় পর্দায় প্রদর্শিত হয়। সন্ধ্যা ৬ টায় আলতাফুন্নেছা খেলার মাঠের মঞ্চে নাটিকা, নৃত্য ও কনসার্ট। রাত ১০ টায় বগুড়ার আকাশে আতশবাজির অপূর্ব খেলা উপভোগ করবে হাজারো মানুষ।