বুধবার, ১০ অগাস্ট ২০২২, ১০:০৮ পূর্বাহ্ন
মোঃ হাবিবুর রহমান, কাউখালী (পিরোজপুর ) প্রতিনিধিঃ
কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কাউখালীতে আলোচনা সভা ও আনন্দ র্যালি আয়োজন করেন। উপজেলা হল রুমে আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। নেতৃত্ব দেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ খালেদা খাতুন রেখা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, অফিসার ইন চার্জ বনি আমিন , জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেত্রী শাহজাদী রেবেকা চৈতি। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ, শিক্ষকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীর সহ সর্বস্তরের জনগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিএস/কেসিবি/সিটিজি/৫ঃ৩০পিএম