বুধবার, ১০ অগাস্ট ২০২২, ১০:১২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
“অসহায় ও দরিদ্র বিচার প্রার্থী জনগণের শেষ আশ্রয়স্থল লিগ্যাল এইড” আদালতের সহযোগী কর্মচারীদের অংশগ্রহণে সচেতনতামূলক কর্মশালায় সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা।
আজ ২৭ জুন সোমবার বিকাল সাড়ে চারটায় বার্ষিক কমসম্পাদ চুক্তি (এপিএ) এর আলোকে জাতীয় শুদ্ধাচার কৌশল এর অংশ হিসেবে আদালতের সহযোগী কর্মচারীদের অংশগ্রহণে সচেতনতামূলক কর্মশালা জেলা জজ আদালত চট্টগ্রামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রাজিয়া সুলতানা’র সঞ্চালনায় এবং জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের মাননীয় চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা মহোদয় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল আলম, মাননীয় যুগ্ম জেলা জজ মোঃ খাইরুল আমীন, মাননীয় অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন মহোদয়। সভায় চট্টগ্রাম জেলা জজশীপ ও মহানগর জজশীপ এর নাজির, সেরেস্তাদার, প্রধান তুলনাকারী, অনুলিপি সহকারী, পেশকার, জারিকারক সহ বিভিন্ন আদালতের সহযোগী ৭০ জন কর্মচারী অংশগ্রহণ করেন।
কর্মশালায় সিনিয়র জেলা জজ বলেন” অসচ্ছল বিচার প্রার্থী জনগণের জন্য আইনি সহায়তা দয়া দাক্ষিণ্য নয়, তাদের সাংবিধানিক অধিকার। উক্ত সাংবিধানিক অধিকার নিশ্চিতকল্পে আদালতের সহযোগী কর্মচারীদের সেবক হিসেবে কাজ করতে হবে। কোন রকম হয়রানি করা যাবে না। লিগ্যাল এইড অফিস দরিদ্র বিচার প্রার্থী জনগণের শেষ আশ্রয়স্থল। তাই সততা ও আন্তরিকতার সহিত লিগ্যাল এইড মামলায় সহায়তা প্রদানের উপর তিনি গুরুত্বারোপ করেন।
কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন আদালতের সহযোগী কর্মচারীদের মধ্যে সরকারি আইনি সহায়তা কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোঃ আবুল কালাম আজাদ, মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহমেদ, জেলা জজ আদালত চট্টগ্রামের প্রধান তুলনাকারী মোঃ শাহ আলম মজুমদার ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম এর তুলনা সহকারী রূপন কুমার দাশ কে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
বিএস/কেসিবি/সিটিজি/৯ঃ৪৪পিএম