বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৪:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়ার পুটিবিলার নাছিম পার্ক কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে আনুমানিক ১৭ বছর বয়সী সাবেকুন নাহার এর বিয়ে বন্ধ করে দেওয়া হয়। এসময় অভিভাবকের কাছ থেকে মুচলেকা ও ২,০০০ জরিমানা আদায় করা হয় । জানা গেছে ১৭ বছর বয়সী সাবেকুন নাহার অস্টম শ্রেণির ছাত্রী ছিলো।
আজ রবিবার ২৩ জানুয়ারি দুপুর ২ টায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি)মোঃ মাসুদ রানা। লোহাগাড়া থানা পুলিশ ও এসিল্যান্ড অফিসের কর্মচারীরা এ অভিযানে সহায়তা করেন।
জানা গেছে, পুটিবিলা গৌরস্থান এলাকার আব্দুস সবুর এর ছেলে বিদেশ ফেরৎ প্রবাসী মোঃ আলমগীর (৩০) এর সাথে বিয়ে ঠিক হয়। কলাউজান ৮ নং ওয়ার্ডের বাসিন্দা সাবেকু নাহার এর পিতা মফিজুর রহমান আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেন না বলে অঙ্গীকার করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি)মোঃ মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়ার পুটিবিলার নাছিম পার্ক কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে অস্টম শ্রেণির ছাত্রী ১৭ বছর বয়সী সাবেকুন নাহার এর বিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং অভিভাবকের কাছ থেকে মুচলেকা ও ২,০০০ জরিমানা আদায় করা হয়। এসময় স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, অভিভাবক ও স্থানীয় লোকজনকে বাল্য বিয়ের বিরুদ্ধে সচেতন করা হয় ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়।
তিনি আরও জানান,কাজী সাহেবরা বাল্য বিয়ে রেজিস্ট্রি করলে লাইসেন্স বাতিল করে জেল জরিমানা করা হবে বলে সতর্ক করা হয়। বাল্য বিয়ে একটি সামাজিক অপরাধ, এ ধরনে কাজে জড়িত/সহায়তাকারীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিএস/কেসিবি/সিটিজি/৪ঃ২৮পিএম