বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:০৩ পূর্বাহ্ন
সুনাম গঞ্জের পর এবার পানিতে ভয়াবহ অবস্থার মধ্যে পড়েছেন কুলাউড়া থানার অনেক ইউনিয়ন। পানি বন্ধি হয়ে পড়েছেন হাজার হাজার পরিবার। দেখারমতোো কেউ নেই এই সমস্ত এলাকায়। এই খবর শুনতে পেয়ে শ্রীমঙ্গল সাতগাওঁ গাউছিয়া রাহমানিয়া দরবার শরিফ এর হযরত পীর সাহেব কিবলার উদ্যোগে ত্রান বিতরনের প্রস্তুতী নেওয়া হয়। এবং আজ ২৯-০৬-২২ইং তারিখ রোজ বুধবার ত্রান বিতরনের জন্য উক্ত দরবার শরিফের পীরে কামেল হযরত মাওলানা লুৎফুর রহমান পীর সাহেব কিবলা কুলাউড়া বকশি মূল ইউনিয়নে ১৬৫ টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রান বিতরন করেন। সে সময় সেখানে হুজুর কিবলার সঙ্গে উপস্থিত ছিলেন দরবারের ভক্ত এবং মোরিদান বৃন্দ। ত্রান বিতরনের আগে হুজুর কিবলা মৌলভীবাজারের শহর কুতুব হযরত সৈয়দ শাহ মোস্তফা ( র) মাজার শরিফ জিয়ারত করেন। এবং ত্রান বিতরন শেষ করে সিলেট সুলতানুল বাংলা বাংলার অলিকুল সম্রাট হযরত শাহজালাল মোজারাদে ইয়ামনি ( র) মাজার শরিফ জিয়ারত করে সকল বন্যার্ত পানি বন্ধি মানুষদের জন্য বিশেষ দোয়ার মাধমে ত্রান বিতরনের শফর সমাপ্তি ঘোষনা দেওয়া হয়। এবং কুলাউড়াতে যেন বাংলাদেশের প্রতন্ত অঞ্চলের লোকেরা যারা ত্রান বিতরনের উদ্যোগ নিচ্ছেন তারা যেন কুলাউড়ার থানার প্রতি একটু নজর দেন এই বলে ত্রান বিতরনের সফর সমাপ্তি দেওয়া হয়।