মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০১:৩৬ অপরাহ্ন
মঙ্গলবার ( ৫ জুলাই) বেলা ১২ টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের তিনচৌদিয়া গ্রামের পূর্বপাড়া মুহাম্মদ ছেয়দ মেম্বার বাড়ি এলাকায় পুকুরের পানিতে পড়ে আলিফ(৪) ও লাবিবা (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত আলিফ ওই গ্রামের সৈয়দুল আলমের ছেলে এবং নিহত লাবিবা একই পরিবারের মাহবুব আলমের কন্যা। উল্লেখ্য নিহত দুই শিশু সম্পর্কে একে অপরের চাচাতো ভাইবোন ছিল।
নিহতের পরিবার ও স্হানীয় সূত্রে জানা গেছে, নিহত লাবিবা ও আলিফ, আজ ১২ টার সময় খেলা করতে গিয়ে পরিবারের সদস্যদের আড়ালে পুকুরে পড়ে যায়।
খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের সামনের পুকুরে দুইজনের নিতর দেহ পড়ে থাকতে দেখে স্হায়ীয় এলাকার লোকজন ও পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে স্হানীয় রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ রফিক উদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।