শুক্রবার, ২৭ মে ২০২২, ০৯:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা এলাকা হতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শাহাদাত হোসেন হৃদয় (২৬) কে আসামী গ্রেফতার করেছে র্যাব-১১।
আজ রবিবার ২৩ জানুয়ারি রাত ১১.১০ মিনিটের সময় অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শাহাদাত হোসেন হৃদয় নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন উত্তর নাজিরপুর এলাকার মো: শহিদের ছেলে।
র্যাব-১১, সিপিসি-৩,নোয়াখালী,কোম্পানী কমান্ডার,অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন গোপন সংবাদের
ভিত্তিতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন কুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে বিচারাধীন মামলার এর ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী শাহাদাত হোসেন হৃদয়কে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে জানা যায় আসামী গ্রেফতার এড়ানো ভয়ে দীর্ঘ দিন যাবৎ অজ্ঞাত স্থানে পলাতক ছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএস/কেসিবি/সিটিজি/১২ঃ২০পিএম